সুমন চক্রবর্তী
জীবনের আয়নায়
১: কুয়ার জলে মুখ দেখি,কুয়ার সাথে কথা বলি...
২: নিস্তব্ধ দুপুর বিকালের আনাগোনার শব্দ বিভোর...
৩: চলন্ত যান বাহনে দূর কাছে এলে, শরীর কথা বলে...
৪: ঈশ্বর তোমার চরণে একনিষ্ঠ সেবক, নবজীবনের প্রার্থনায় সরব...
৫: এ পাশের কথা, অন্য পাশে এসে বির্তক ভরে রাখে-অভিমানে...
৬: জবুথুবু মন করে বিচরণ অকারণ, চেতনার ভারে মিশে...
৭: শ্মশানে নীরবতা-চিতাভষ্ম জমে পাতায়, একাল ওকাল...
৮: মহুয়া ফুলের তীব্র গন্ধ, সময় বয়ে চলে দূর দিগন্ত...
৯: আলেয়ার হাতছানি-নি:শব্দ অতীত, এগ্রাম সে গ্রাম...
১০: আমি তো কাছে পিঠেই থাকি - সবুজ দেহে খেলছে দেখ, শ্বাস-প্রশ্বাস...

No comments:
Post a Comment