Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ অনির্বাণ রায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

অনির্বাণ রায়

শৈশব

বিমূর্ত শৈশব বাঁধা রামধনুর আগলে।

 

কৈশোর

বাতায়নে আজও বন্দী ছটফটে মলয়-পবন।

  

যৌবন

অলীক খেয়ালে সুবাসিত ইতিহাস মস্তিষ্কের ক্যানভাসে।

 

গোধূলি

বইয়ের হলুদ-পাতা নিঝুম গোধূলি কথা।

  

ভুবনডাঙা

মনখারাপের চৌকাঠে ওই ভুবনডাঙার মাঠ।

 

পরিচয়

পলাশ -বীথিকায় রাঙামাটি সিঁথি এঁকে দেয়।

 

জবানবন্দি

বসন্ত-পল্লবের মতো ঝরে যায় জবানবন্দি।

 

ব্যাকুলতা

ব্যাকুল বাতাস দোরে দোরে এখনো আকুল!

 

নিরুদ্দেশ

নদীর স্রোতের কাছে সত্যি লেখা আছে।

 

যবনিকা


নক্ষত্রের মৃত্যু হয় কোন অজানায়

No comments: