Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ দেবাশিস চন্দ

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||      

দেবাশিস চন্দ

বৈরাগী মেঘে ঝিনুক প্রত্যাশা

1. নরম আতার মতো ভোর, রাত্রির কীটদষ্ট প্রেম

2. বসন্তে ফোটেনি পলাশ, বৈরাগী মেঘে ঝিনুকপ্রত্যাশা

3. ভদ্রাসনকে বুড়ো আঙুল, আনন্দময় পর্যটনে ব্রাত্য কবি

4. অশ্রুভেজা অপমানিতের মুখ, পদ্মপাতায় শিশির

5. ডাকবাক্স, পর্যটন শেষে বিয়োগের ত্রয়োদশী রাত

6. বিবাহের সূর্যশোভায় অগ্নিসাক্ষী ওড়ায় বিদায়ের খই

7. হাতে হাত আর নয়, দূরত্ব–সংলাপে কাঁপে আন্তর্জাল

8. ভালবাসা এক কলিজাকারুলিপি, কবি আজ চুম্বন প্রত্যাশী

9. সূর্য ডুবে গেলে নাভিমূল নিচে জেগে ওঠে ক্ষুধার পাহাড়

10. ঘুম এসে নিয়ে গেল ঘুমের ভেতরে

No comments: