নীলিমা দেব
দশচক্রের দশ লাইন
কিছু শব্দ থেমে গেলে নৌকো-নৌকো কবিতা জল বুনে গুলজার
2.
এক চুমুক নীলে বিষয়ের বাইরে জিরাফটুকুই আকাশ
3.
ছেঁড়াছেঁড়া আয়নায় নেশা হয়ে আসছে দুমুঠো নদী
4.
অরণ্য ও পাখির সফেদ থেকে উঠে আসা শূন্যস্থান আসলে বার্বি চাঁদ
5.
এই দৃশ্যে পাখির ছিটকিনি খুললেই মূর্ছা যাবে জল
6.
ভালোবাসা গোছাতে গোছাতে রিপিট হয়ে যায় ফুটবল
7.
অনেকটা মনের পর এক চোখে মন আর অন্য চোখে নীলবিতান
8.
এক নৌকোয় বারো নদী বারো দিকে মোনালিসা
9.
রাঙা আলু চাঁদে মিশে যেতে যেতে প্রায় লlল মেয়েটির ভূগোল
10.
নাহ আপেলটার কোনো শুরু ছিল না ।

No comments:
Post a Comment