কুশল ভৌমিক
হঠাৎ আসা কবিতা
১. উন্মুক্ত আকাশ ছাড়া মানুষের কোনো মাতৃভূমি নেই।
২.সম্পর্ক সীমান্তের মতো-বড্ড বেশি কাঁটাতার।
৩.মায়ের গর্ভের চেয়ে বড়ো কোনো দেশ নেই।
৪.প্রেয়সীর খোপা নান্দনিক এক ফুলদানির নাম ।
৫.প্রেম একটি শিল্পকলা শেখায় গণিত।
৬.সুখ বরাবর অন্যরকম -পাশের বাড়ির লোক।
৭.নেই কোথাও টক মিষ্টি ঝাল- সম্পর্ক শুধুই ভার্চুয়াল।
৮.মানুষ মরে গেলে কাঁদে শুধু পুরনো পোশাক।
৯.জীবন বিমূর্ত এক দৃশ্যের নাম, মৃত্যুর কথা ভুলিয়ে দেয়।
১০.মানুষ চাঁদই বটে দূর থেকে লাগে অপরুপ।

No comments:
Post a Comment