Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ মামনি সরকার

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    

মামনি সরকার

বিশ্ব গ্রহণ

১.
মাঝ নদীতে খেই হারালে মাঝিই দেবতা হয়ে ওঠে

২.
চশমা হারিয়ে গেলে আমরা চোখকেই দোষারোপ করি

৩.
মৃত্যু মৃত ব্যক্তির কাছে আজীবন ঋণী

৪.
প্রতিটি ঠাকুরঘর সর্বহারাদের কাছে অশ্রু ভিক্ষা প্রার্থনা করে

৫.
সূর্য ডুবে যায় রমণীদের পবিত্রতা দেখার আশায়

৬.
অট্টালিকার জমকালো বাতি দূর থেকে একটা বিন্দু ছাড়া কিছুই নয়

৭.
মেলায় কেনা নলপাঁপড়ের ক্যারিবাগে লেগে থাকে বিক্রেতার পূর্বপুরুষ প্রাপ্ত অভাব

৮.
ছবির মত সাজানো শিকারকে আমরা খাদ্যচক্র নাম দিই

৯.
প্রণয় পৃথিবীটা নাইলন আর দড়ির মাঝে ডুবে থাকা বারুণী পুষ্করিনী নয়

১০.
মানুষের থেকে দূরে এসে মনে হয় অন্ধকার বলে আদতেও কিছু নেই

No comments: