গৌতম কুমার গুপ্ত
আমি
প্রথম
তুমিই প্রথম তুমিই শেষ বাকী সব উড়ন্ত ছাইয়ের গল্প
দ্বিতীয়
আমার কোন দ্বিতীয় সত্তা নেই আমিই সার্বজনীন
তৃতীয়
রক্তমাংস থেকে বের করে আনতে পারিনি গোপন
চতুর্থ
শ্রী থেকে একে একে ঝরে পড়ছে শীতার্ত আতর
পঞ্চম
আজন্মলালিত যুদ্ধ ঢুকে আছে নখ থেকে নখরে
ষষ্ঠ
তর্জনী তুলে বলে দিতে পেরেছি তার অন্তিম কাল
সপ্তম
সিঁড়িগুলি বেড়ে যাচ্ছে উচ্চতায় মেধাবী মই কই?
অষ্টম
খুঁটে খুঁটে খাই অন্নজল শুধু বেঁচে থাকতে চাই বলে
নবম
আমি সহন করেছি অভ্যাস সে বিশুদ্ধ থাকবে বলে
দশম
জলের সাঁতারে আঁধার মেখে আলোর পাড়ে এলাম

No comments:
Post a Comment