চিত্তরঞ্জন দাশগুপ্ত সংখ্যা
আজকের সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন শারদীয় সংখ্যা প্রত্নতাত্ত্বিক চিত্তরঞ্জন দাশগুপ্তকে শ্রদ্ধা জানিয়ে। বিষ্ণুপুর, বাঁকুড়া এবং পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ আপনাকে শ্রদ্ধা জানালো। প্রণাম
আঙুল
আমার ঘুম আসে না
যখন সারারাত জেগে জেগে
নিজেই দেখি নিজের পারলৌকিক ক্রিয়া
দেখি পৃথিবী ঘনীভূত হতে হতে
একসময় চোখের সামনে ধোঁয়া জমাট হয়ে ওঠে
অথচ কথা ছিল বদবায়ুস্তর
হেমন্তের অরণ্য ছেড়ে নতুন কোনো ঋতুতে চলে যাবে
মন্ত্রের ভেতর কারা কাঁসর ও ঘণ্টা বাজায়
আমার হাসি পায়, রাগ ধরে, শরীর টানটান হয়ে যায়
শুদ্ধ মন্ত্র কোনো জাতির একার সম্পত্তি নয়
তাল ও বাদ্য দিয়ে আমরা কেবলই
মানুষের দিকে আঙুল তুলেছি