অভিজিৎ দাসকর্মকার
সম্পাদকীয় নয় কিন্তু ---
১এক্কে ১
মসীহা বলেছিলাম, আপনার শব্দ ধ্বনিত হচ্ছে আঙুলের ছন্দে।
২ এক্কে ২
আপনার জন্মকথা, কিছুটা অসম্পূর্ণতা নিয়ে গেল কাচ ঘেরা গাড়িটি।
৩ এক্কে ৩
আপনার পায়ে যাদুকরের বাস,তাই আমরা মাঠের এপাশে নিজেরাও যুবরাজ।
৪ এক্কে ৪
আপনি ময়ূরভঞ্জ,সে-কারণে বেলা শেষে মানিক বাবুর বাড়ি গেলেন।
৫ এক্কে ৫
১ লাইনের কবিতা,আমি আপনি আর অনিন্দ্য রায়।
৬ এক্কে ৬
প্রতিটি কাজই সংরক্ষিত হচ্ছে কাগজের বয়াম ও হাটুই বাগানে।
৭ এক্কে ৭
কোনো ছবির সাথে ৪২ বয়কট করা মেলের সুদূর কোনো মিল নেই।
৮ এক্কে ৮
যারা একসাথে থাকলাম,সে, তাহারা এবং বাকিরাও পাশাপাশি রইলাম।
৯ এক্কে ৯
সারাটা বছর শুধু হারালাম,কুড়িয়েছি পিছন ঘোরা শব্দ আর ধ্বনি।
১০ এক্কে ১০
২০২১ মানে শুভ-ইচ্ছা,চমক আর সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন।
১এক্কে ১
মসীহা বলেছিলাম, আপনার শব্দ ধ্বনিত হচ্ছে আঙুলের ছন্দে।
২ এক্কে ২
আপনার জন্মকথা, কিছুটা অসম্পূর্ণতা নিয়ে গেল কাচ ঘেরা গাড়িটি।
৩ এক্কে ৩
আপনার পায়ে যাদুকরের বাস,তাই আমরা মাঠের এপাশে নিজেরাও যুবরাজ।
৪ এক্কে ৪
আপনি ময়ূরভঞ্জ,সে-কারণে বেলা শেষে মানিক বাবুর বাড়ি গেলেন।
৫ এক্কে ৫
১ লাইনের কবিতা,আমি আপনি আর অনিন্দ্য রায়।
৬ এক্কে ৬
প্রতিটি কাজই সংরক্ষিত হচ্ছে কাগজের বয়াম ও হাটুই বাগানে।
৭ এক্কে ৭
কোনো ছবির সাথে ৪২ বয়কট করা মেলের সুদূর কোনো মিল নেই।
৮ এক্কে ৮
যারা একসাথে থাকলাম,সে, তাহারা এবং বাকিরাও পাশাপাশি রইলাম।
৯ এক্কে ৯
সারাটা বছর শুধু হারালাম,কুড়িয়েছি পিছন ঘোরা শব্দ আর ধ্বনি।
১০ এক্কে ১০
২০২১ মানে শুভ-ইচ্ছা,চমক আর সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন।

1 comment:
দারুণ ভালো লাগলো । অসাধারণ । শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ।
Post a Comment