হামিদুল ইসলাম
দশ কবিতা
1) ভেসে ওঠে জরায়ু বিপন্না পৃথিবীর মৃত জলচ্ছবি ।
2) আমার প্রেম প্রতিদিন আবদ্ধ তোমার উন্নত স্তনের বোঁটায় ।
3) কতোদিন দাঁড়িয়ে আছো প্রেমহীন অন্ধকার রাত ।
4) মায়াবী ভবিষ্যৎ হাতছানি দেয় প্রতিদিন মৃত্যুর কাঠগড়ায় ।
5) এখানে রাতের হায়নারা চরে বেড়ায় শঙ্খ চিলেদের মতো ।
6) মুখরিত জীবনের ভাষা পুড়ে খাক হয়ে যায় শহীদের চিতায় ।
7) তোমাকে ভালোবাসি তোমার জন্যে তুলে আনি পারিজাত ফুল ।
8) হেমন্তের শীতে লেপের ভেতর আমি হই পাগল -----বদ্ধ পাগল ।
9) আউসের ক্ষেতে অবিনশ্বর আত্মার রম্য রচনার ইতিহাস ।
10) বসন্তের ঝরা পাতায় তোমাকে দেখি বাউলের বিদগ্ধ প্রাণ ।

No comments:
Post a Comment