Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ রুমা ঢ্যাং অধিকারী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

রুমা ঢ্যাং অধিকারী

জীবিকা: 
কচুরিপানা রঙের নদী জানে দুইপাড়ের জীবিকার্জন
 
পাড়: 
মনসুন এলে ভালোবেসে নদী আঁকড়ে ধরে জমি

বাণ : 
বাণ এলে মোহনার বিপরীত দিকে নদী প্রাণপণে ছোটে

পর্দা: 
দক্ষিণী জানলার কাছে এসে পর্দাও ভীষণ ছন্দময়

এলাচদানা : 
এলাচদানায় প্রতিদিন মিশে যায় জন্মান্তরবাদ

কার্ণিভাল:  
শীতের কার্ণিভালে কোল্ড ক্রিম এক বন্ধ জানলার উৎসব

ছায়াঃ 
শীতের রাস্তায় অদৃশ্য ছায়াপাত, মাটির রসে জারিত

সম্পর্কঃ 
মৃত্যুকে ফুরিয়ে যাওয়া ভেবে কাটিয়ে ওঠা সম্পর্কের জড়তা

জীবনঃ 
অতলে ডুবে থাকার আঘাতের তলায় জীবনের সারাংশ ছোট মনে হয়

স্বপ্নঃ 
বৃত্তের বাইরে হাঁটাচলা শুরু হয় একমাত্র স্বপ্নকালীন উৎসবে

বাস্তবায়নঃ 
ঘুম পেরিয়ে এলে প্রয়োজনের মাত্রা নুনের অধিক


No comments: