সুকুমার হালদার
দশ মণিহার
১/এখন কেবল জল আর পানি নিয়ে গন্ডগোল
২/ রাতভর ভেসে যাওয়া খেয়া মাটি ছোঁয়ার প্রার্থনা জানে
৩/ তোমার অশ্রু কোনো না কোনো মানুষের ঈশ্বর
৪/ দু'জনের মাঝে কেবল চাঁদের জঞ্জাল
৫/ দেবতাদের মতো অপদেবতারা কোনো না কোনো ছায়ায় বাঁচে
৬/ আমারই রক্তলেখায় তুমি কেবলই ভাঙা প্রত্নতত্ত্ব
৭/ মাপা ছন্দের যাপনে নগ্নতার মধ্যেও জিজ্ঞাসা
৮/ আগুনে পোড়া আর্তনাদ জমাট বাঁধল হাতের মুঠোয়
৯/ জেগে থাকা প্রশ্নগুলোর সামনে জীবন গোপনীয়তায় ঢাকা
১০/ মানুষের চলার গতি = টাইফুন, মানবতার গতি = অ্যামিবা

No comments:
Post a Comment