মানিকলাল সিংহ সংখ্যা
আজকের সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন শারদীয় সংখ্যা ডঃ মানিকলাল সিংহ মহাশয়কে শ্রদ্ধা জানিয়ে। বিষ্ণুপুর, বাঁকুড়া এবং পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ আপনাকে শ্রদ্ধা জানালো। প্রণাম...
শরীরে কী হয়
শরীর ছুঁয়েছে তার তিরতনু নদীটির আলো
মুখ্যত বিদেশে গিয়ে অন্য মুখে শুধু বসে থাকা ।
পাথর ছড়িয়ে যায় বুকের ভিতর থেকে আঁধার সরিয়ে
শরীরে কী হয় তার হালহদিশ দিতে পারে ক’জন এখন !
সকালে যা ভেবে রাখি বিকেল গড়াতে তার ইতি
থাকে সব এদিক ওদিক তবু কত কিছু চেনার ওপারে ।
হাতে কোনো মন্ত্র নেই, মন্ত্রণাতে যন্ত্রণাই বেশি
এরকম অবস্থায় একটু একটু মেঘ এলে বেঁচে যাই ।
মাঠের ভেতর অন্ধকারে কারা যেন ক্ষীণ আলো জ্বেলে
প্রত্নযুগের কিছু রোমাঞ্চ মেলে ধরে বসে ।
তারা কী রহস্যময় ! তারা কী আমার চেনা কেউ ?
সাত পাঁচ ভেবে ভেবে ভেঙে ফেলি সিঁড়ির শৃঙ্খল ।
আমাকে বলে না কেউ তবু বুঝে যাই ---
পৃথিবী প্রতিদিন নতুন নতুন রঙে সাজঘর ফেলে ।