সুশীল হাটুই
রিমঝিমধ্বনি
রিমঝিমধ্বনি বর্ষামেঘের মেয়ে।
গার্লফ্রেন্ড
যমের কোনো গার্লফ্রেন্ড নেই। আগুনের-ও...
ব্লাউজের হুক
ব্লাউজের হুকে আটকে আছে সমুদ্রের গান।
ওল্ডটন
নিউটন বুড়ো হলে-ও ওল্ডটন হয় না।
পাসওয়ার্ড
বরফ-ঘুমের পাসওয়ার্ড--- 'হে রাম '।
তেঁতুলজল
ফুচকার তেঁতুলজল নীল-চাঁদের আয়না।
শপিং
কালপুরুষের স্কুটারে সন্ধ্যাতারা শপিংয়ে যায়।
পেরেক
খুনি পেরেক জেসাসের ছবি ধরে আছে।
ওয়েবসাইট
মৌমাছিদের ওয়েবসাইট : bluegirl.com
ডানা
ফ্যানের ৩টে ডানা : ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর।
রিমঝিমধ্বনি বর্ষামেঘের মেয়ে।
গার্লফ্রেন্ড
যমের কোনো গার্লফ্রেন্ড নেই। আগুনের-ও...
ব্লাউজের হুক
ব্লাউজের হুকে আটকে আছে সমুদ্রের গান।
ওল্ডটন
নিউটন বুড়ো হলে-ও ওল্ডটন হয় না।
পাসওয়ার্ড
বরফ-ঘুমের পাসওয়ার্ড--- 'হে রাম '।
তেঁতুলজল
ফুচকার তেঁতুলজল নীল-চাঁদের আয়না।
শপিং
কালপুরুষের স্কুটারে সন্ধ্যাতারা শপিংয়ে যায়।
পেরেক
খুনি পেরেক জেসাসের ছবি ধরে আছে।
ওয়েবসাইট
মৌমাছিদের ওয়েবসাইট : bluegirl.com
ডানা
ফ্যানের ৩টে ডানা : ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর।

No comments:
Post a Comment