জারা সোমা
এক লাইনের কবিতাগুলি
1. সারারাত ছিদ্রান্বেষী উৎপাতে ময়লা হয় চাদর
2. ধূর্ত মাতাল মাত্রেই জানে টকগন্ধের প্রভাব
3.বিষন্নতাকে গলির মোড়ে ছেড়ে আতর মাখে মেয়েটা
4. পানের দোকান ও ঘুঙুরের আওয়াজ মানেই বুক ফাটছে
5. কী জবাব রাখবে রাতের আকাশ যেখানে নক্ষত্র মৃত্যুর সমাহার
6. বিবেক নামক পিঁপড়েকে পিষে না মারলে সহজ হয় না যাপন
7.প্রতিদিনের লড়াই শিখিয়ে দেয় কীভাবে দুঃখের কাজল গাঢ় হয়
8.ধুলো গিলে প্রতিরাত ভারী হয় কুয়াশা চাদরে
9.মনে রাখতে নেই খুচরো পাপবোধ
10.নিষ্প্রাণ কাগজে মোড়া আত্মা আসলে ভালোবাসার মমি।

No comments:
Post a Comment