সুজল সাহা
শূন্যকাল
এক
অন্ধকার পাকদণ্ডী মায়াময় গিরিখাত আমাকে বিপথে চালায়...
দুই
ঈশান কোণের মায়াজন্ম কামনার রঙ নিশ্চল তোমাকে জাগায়...
তিন
জলের গভীর থেকে আনা তোমার কাঠামো শবসাধনার পাঠ নিই...
চার
রাতজাগা চোখে হেমন্তের নদী ঘাসের শিশির নিঝুম তোমার ইশারা...
পাঁচ
তমসার প্রাণকেন্দ্র সুদূরপ্রসারী ইউনিভার্সের কুশীলব একতারা তুমি...
ছয়
খিদের সহজ ভাষা গলি থেকে রাজপথ অনিবার্য মনে হয়...
সাত
হরিয়াল পাখিটির মত রৌদ্রোজ্জ্বল তুমি দূরের আকাশে বাঁধনহারা...
আট
আগুন ডানায় লিরিল সুন্দরীর ফেনা অন্ধকার ঠোঁট বৃষ্টি নামায় তুমুল...
নয়
হেমন্ত কুয়াশা পায়ের তলার মাটি নির্বিকার তোমাকে স্বাগত জানায়...
দশ
ফিনিক্স পাখির ডানায় তবু জাগে লোভ লালসার এই শূন্যকাল...

No comments:
Post a Comment