সুজিত রেজ
এক লাইনের কবিতা
ক) বিসর্গ বিযুক্ত দুঃখ টিকটিকির মতো নিরীহ
খ) আমার আতা গাছে তোতা পাখি বসে না
গ) সব আশা বেঁচে থাকে অক্ষর-আশ্রয়ে
ঘ) রাত খায় ঘুমপোকা ওলটপালট পাশবালিশ
ঙ) সাঁঝালো আলোয় মৌন পাহাড় কথা বলে
চ) ঝুঁকে পড়া ভালো ঝুলে থেকে লাভ নেই
ছ) লেখা ছাড়া দাঁড়ি যতিটি সমস্ত ক্ষেত্রেই অপ্রাসঙ্গিক
জ) খুব স্পষ্ট হলে কাব্য নষ্ট হয়
ঝ) মৃদঙ্গ বেজেছে মৃদু সখ্য পত্রতানে
ঞ) রিক্সা ও পালকির মিল সওয়ারে পার্থক্য বাহকে

No comments:
Post a Comment