Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ মৌমিতা মিত্র

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

মৌমিতা মিত্র

অন্ধকার সময়ের উত্তপ্ত অক্ষরেরা


আমার চারপাশের অন্ধকারের নাম সময়।

প্রতিটি মিলন অতিথির সাথে ক্ষণিক সাক্ষাৎ — মুহূর্ত পরেই সে অন্য কোথাও।

থেমে যাওয়ার মুহূর্তে বাকি থাকা প্রতিশ্রুতিরা পথ ভুল করে।

প্রতিটি ফিরে আসায় মিশে থাকে অনেকগুলো হারিয়ে যাওয়া।

ফেলে আসা দিনগুলোর হলুদ আলোয় আমাদের সন্ধেগুলো আলো পায়।

দু'চোখের গভীরতায় দূরত্বের আভাস আমাদের প্রস্তুত করে প্রতিদিন।

হতাশা একটি শব্দ; একাকীত্ব একটি অবস্থান; পথ চলা এক সিদ্ধান্ত।

সূর্যোদয়ের কাছে আগামীর রাত্রিরা জমা রাখে শ্বাস-প্রশ্বাস।

বাঁধানো রাস্তার ফাঁকে ফাঁকে সবুজ উঠলেই নতুন পথ উঁকি দেয়।

১০
ঘাসের গায়ের সবুজ গাঢ় হলে আমাদের মাঝের শূন‍্যস্থান আরও একটু বুজে আসে।







1 comment:

Niloy Nandi said...

৩,৬,১০ সেরা।