রিতা মিত্র
এক লাইনে
১) এক থালা ভাতের স্বপ্ন দেখতে দেখতে ঘুমিড়ে পড়ে বুভুক্ষু শিশু।
২) সূর্যোদয় থেকে সূর্যাস্ত আলোর আলপনা দেখি
৩) আয়নার কাছেও আসল চেহারা গোপন করার কৌশল রপ্ত করেছি।
৪) ভেতরে ভেতরে মরছি প্রতিনিয়ত উপরে প্রসাধনীর উজ্জ্বলতা।
৫) ব্যর্থতার কোনো চুড়া হয় না শুধু খাদের গভীরতা লেগে থাকে গায়ে।
৬) শূন্যের ব্যাসার্ধ হলেও শূন্যতার কোনো ব্যাসার্ধ্য হয় না
৭) প্রতিটি রাস্তাই চৌমাথা এসে দিক শূন্য হয়ে পড়ে।
৮) বেপরোয়া আদরের চিহ্নগুলো লুকিয়ে রাখি আড়ালে।
৯) ধূসর মরুভূমিতেও সবুজের দেখা মেলে, তারা আস্তিনে লুকিয়ে রাখে কাঁটা।
১০) স্পর্শের নাম উপসম হলে আত্মজনেরা যন্ত্রনা দিতে পারত না।

No comments:
Post a Comment