তাপসী লাহা
দশ কবিতা
২.।। চিহ্ন হয়ে থাক,ঘুমে খুলে দিই অভ্রতম আঁচড় ।।
৩.।। দেশোয়ালি কলম, বোঁজা নালায় কচুরির সাম্রাজ্যবাদ ।।
৪. ।। যেন এটুকুই ছিল, হিসাবের খাতা,পাতা ভরা সব ।।
৫.।। মগজমন্ত্রকে এজেন্ডা বাড়ন্ত, ছায়াঘরে নাকাতালাশি পোড়া জীবন উলটে ।।
৬. ।। যেদিন তুমি হাসবে আবার,বুঝতে পারি বাঁশটি আমার ।।
৭.।। গোলাপি হেশেলে মঞ্চস্থ হয় পালা,ভাত নাম্নি ।।
৮. ।। শেষ হয়ে শুরু কই, আটকে গেছে রিল সস্তা জীবনের ।।
৯.।। শিয়ালের ডাক নিশুত রাতের সঙ্গম, অন্য কারো চোখে টঙ্কাপত্রের ভাসান।।
১০. ।। স্টপেজে না ঘেমে লতিয়ে বাড়ে শেষ সলতার যৌবন ।।

1 comment:
খুব সুন্দর, অভিনন্দন
Post a Comment