Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ মন্দিরা ঘোষ

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

মন্দিরা ঘোষ

বুদ্বুদ 

গ্লাসের অন্ধকারে বুদ্বুদের ফিসফাস রাত্রিকালীন গল্পের খোসা খুলে দেয়

চকোলেট ও চুমু

চকোলেট  আর চুমুর মাঝে চুমুকেই দু'ঠোটে পুরেছি

জয় পরাজয়

কোনো কোনো পরাজয়ে ডানার গন্ধ থাকে।

ইবলিশ 

নিজেকে নিজে দেখি না,দেখি ছায়াসঙ্গ আর পাপ।

অপমান

অপমানের ছিদ্রের ভিতর  বুনে চলেছি হিমের শুকতারা

জোঁক

শুষে নিতে নিতে যারা ফুলে ওঠে তাদের জোঁক বলে


পরিত্রাণ 

চোখ থেকে চোখ সরালে মিথ্যেরা জোড়ালো জবানবন্দি লেখে

একা

একাকিত্বের হাতে স্বমেহন ফুরিয়ে যায়


ভ্রম সংশোধন 

শীতের ক্যালেন্ডারের পাতায় ছোট্ট  করে লিখে রেখেছি "ভ্রম সংশোধন "

সংগম

যে  ঘাম ক্লান্তি নয় উদ্যম বাড়ায়

2 comments:

Bhajan Datta said...

খুব ভালো লাগলো

Shila Biswas said...

দারুণ