Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ চিরঞ্জীব হালদার

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

চিরঞ্জীব হালদার

তৃষ্ণা ও মৃত্যুর সংলাপ

ধরে নিন মৃত্যুর সাথে এটা কাতুকুতু খেলা।
শবের সাথে  সঙ্গমরত স্বপ্নগুচ্ছ রৌদ্রে শুকোতে দেওয়া হল। 
জ্বালানী ছাড়াই যে কোন লন্ঠন হয়ে ওঠে অভিলাষিতের আলোক গাঁথা।
এই মৃত্যু উপত্যকার  সমস্ত চুলো একা একা খাদ্য উর্বর।
মৃত শব্দের পর কি কি যতি চিহ্ন বসানোর দরকার। 
৬ 
মহাতৃষ্ণা মেপে নেয় বর্ণমালা কতটা কামের অধিক।
ভুল চরিত্রের ভেতর নিরীহ এক জেব্রা ঘাসের  খোঁজে। 
সবাই দেখেছে হাত আমি দেখি থাবা।
সূর্যাস্তের রঙে দেখি লিপ্সটিক রাঙিয়েছে দিন।
১০
কবিজন্ম এক অচল প্রপেলারের পাহারাদার।




2 comments:

দিশারী মুখোপাধ্যায় said...

অনেকের অনেক লাইনই উল্লেখযোগ্য । সবচেয়ে ভালোলাগলো অলোক বিশ্বাস আর দেবযানী বসু। ... অভিনন্দন এই কাজকে।

Debjani Basu said...

না না না না আমার কাছে আমি সন্তুষ্ট না।অলোকের সঙ্গে আমার নাম উচ্চারণ করা যায় না। ও তিন হাজার ধনুক উচ্চতার কবি।