Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ মধুমিতা রায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||     

মধুমিতা রায়

অপ্রকাশ‍্য

পেরেক ভিতরে যেতে শোনা কাঠের চিৎকার।

বরফ

সফেদ বরফ তাপে আরো লজ্জাহীন।
 
অপেক্ষা 

পেনসিল ধারালো বলে চুপচাপ এখনো কাটার।

দুর্লভ

নগ্ন পা মাটির বুকে  খোঁজে সরলতা।

মূল‍্য

পেনের রঙেরা শেষ, শিষ মূল‍্যহীন।

শাস্তি 

পাঠ‍্যবই ছড়ি নিয়ে  আগলায় সন্তান।

ইচ্ছা 

শিশির চেয়েছে বলে  মিশেছে মাটিতে।

স্পন্দন

হৃদপিণ্ড কখনো যেন সঙ্গীহীন নয়। 
 
গভীরতা

দাঁতের গভীর রাস্তা  চেনে জিভ।
 
শূণ্যতা 

লাল জামা ছিড়ে গিয়ে রক্তশূন্য হয়।
         

3 comments: