Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ শান্তনু রায়চৌধুরী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

শান্তনু রায়চৌধুরী

দশঅনুবিম্ব


ছায়ার কাছে গচ্ছিত রাখি আমার রক্তমাংসের শরীর


চালকহীন এ্যাকটি গাড়িতে বসে থাকে আমার প্রতিবিম্ব


স্মরণ সভায় গিয়ে হাসি চাপতে না পেরে স্বপনদাকে কেঁদে ভাসাতে দেখেছি


আর সেইসব অর্ধনগ্ন স্বপ্নগুলোর জন্য বিস্কুট কিনে ছড়িয়ে দিতাম লাইভ ক্যামেরার সামনে


চুপ কথার আড়ালে পাথর গড়িয়ে নামে, শুধু শব্দ হয় না তার


শিউরে উঠতাম নিজের আঁকা হত্যাকাণ্ডে আর তারপর ফুলের মূর্চ্ছা যেতাম


এ্যাকটা স্বপ্নকে কাটাকুটি করে হাতে পেলাম অনিদ্রা


আধোঘুমের ভিতর পায়চারি করছিল আমার থ্যাতলানো ছায়ার চেহারা


সমস্ত কাণ্ডজ্ঞান দিয়ে রচনা করেছি মহাশূন্য

১০
আমার হত্যাকাণ্ড মামলায় প্রত্যক্ষদর্শী হিসেবে স্বাক্ষ্য দিয়েছিলেন ঈশ্বর আর মৃতদেহ শনাক্ত করেছিলেন আগ্নেয়পাথর 





No comments: