Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ চন্দন বিশ্বাস

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||     

চন্দন বিশ্বাস

জল সঙ্গম…

জল সঙ্গমে প্রাণ পরিতৃপ্ত বোধ আজীবন
                    

তোমার গানের...

তোমার গানের একমুঠো মেঘবৃষ্টি বাঁচার উৎসরস


জোছ্না লুটোপুটি...

আমার স্বপ্নমাখা উঠোন বুকে জোছ্না লুটোপুটি


উল্টোডাঙার ফুটব্রিজে..

উল্টোডাঙার ফুটব্রিজে তোর আঁচল আঁচল গন্ধ


রাত নামলেই...

রাত নামলেই চুপথাকা সকালগুলোর ছটফটানি শুরু


আদরবিছানো জলে…

আদরবিছানো জলে বৃদ্ধবটের লুটোপুটি সংগম বৈশাখ 
তাণ্ডবে


নদীর মতো...
নদীর মতো বিশ্বাসী মন ডুবসাঁতারে দক্ষ


স্বপ্নের বিরতিরা…

স্বপ্নের বিরতিরা দু-চার মিনিট সক্রিয় হয়ে ফের ঘুমিয়ে 
পড়ে


লাইফলাইন…

রাতের সমুদ্রে স্বপ্ন-সাঁতার বেঁচে থাকার লাইফলাইন


সংগ্রাম-সংগমে…

দিনের আলোর মত ব‍্যস্ত জীবন সংগ্রাম-সংগমে


No comments: