রুবি রায়
দশাবতার
১. বাসি ব্রা-তে একটা হাইব্রিড দুঃখ চেয়ে আছে
২. তিতির পাখি, ডিমে স্বপ্ন সাজিয়েছি
৩. খোপার আলগোছে খসে পড়ে পূর্বরাগের বিষমবাহু চিহ্ন
৪. শুধু দরকার -- আমার ব্রহ্মাণ্ডে তোমার শুক্রাচার্যের নিউক্লিয়াস
৫. আমার প্রেমালাপ জমে আছে RKSY-1 কার্ডে
৬. কলঙ্ক আপডেট হয় অতিভূজে
৭. আমার আকাশে অ্যানিমিয়া আক্রান্ত জোছনা
৮. আনইউজড ন্যাপকিনও রোমান্টিক কবিতা লেখে
৯. প্রতিটি ডিম্বানু স্যাক্রিফাইস করে পুর্নজন্মের জন্য
১০. আধখাওয়া গলির মোড়ে যৌবন পূর্ণতা পায়

No comments:
Post a Comment