Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ অরণ্যা সরকার

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

অরণ্যা সরকার

হৃদিগল্পের ছাঁটকাট


এক

অমিল সরাতে সরাতে মাধুর্য ফুরোয়।

দুই

কাঠচেরাইয়ের শব্দে টেবিল বনসাইদের আর ভয় নেই।

তিন

সমস্ত সাইকেল বেল আজ প্রেসারকুকারে বাজে।

চার                                                                 

চূড়ান্ত মানেই কিছু জমানো সুখের মরামাস।

পাঁচ

নদী কমে আসছে, হাঁগুলো ক্রমশ অস্থির।

ছয়

রটনা পেরোনো এক বিযুক্তি মাত্র।

সাত

নুনকথা থিতু হলে জাদু ও বাস্তবের বাওয়াল বেড়ে যায়।

আট

এখন মুঠোর কুয়োয় তেষ্টাভেজানো দিন, নেবে? 

নয়

ফুলগামী বাতাসেরা ফেরত আসে না।

দশ

অকর্মকক্রিয়া সাজিয়ে দিচ্ছে বীজের সন্ন্যাস।

 


No comments: