Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ স্বপন নাগ

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||       

স্বপন নাগ

শুধুই মানুষ

১.
ঠিকানাহীন চিঠির মত দিন চলে যায় এলোমেলো।

২.
স্তব্ধতার উঠোনে আজ বাজছে শোনো নীরবতার গান।

৩.
ফুল আর বৃক্ষেরও আগে মাটির কাছে যাও।

৪.
পর্যটন শেষে এবার দাঁড়াও দর্পণ সমীপে।

৫.
সাদা পৃষ্ঠার বৈধব্য জুড়ে কলমের অবিরাম আর্তি।

৬.
ব্যথার সঙ্গে শুই, বুকের মধ্যে থুই।

৭.
ভালো আছি, এ উচ্চারণে ধূলো জমে আছে।

৮.
তাকে ডাকো, তাদের -- মুখরিত হোক এ মিছিল।

৯.
নদী জানে জলের কথা, জল জানে দুই চোখকে।

১০.
সবশেষে থাকে শুধু মানুষ আর মানুষ এবং মানুষ...

No comments: