Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ সুধাংশুরঞ্জন সাহা

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

সুধাংশুরঞ্জন সাহা

বিরহ

বিরহের সাপ ছোবল মারলে ক্ষত তৈরি হয় মনে ।

মূল্যবোধ

সমাজ পরিবর্তনের মূল বাধা মধ্যবিত্ত মূল্যবোধ।

কাপুরুষতা

নিজেকে ভাগ্যের হাতে অর্পণ কাপুরুষতার নামান্তর ।

প্রশ্ন

উত্তর আছে বলেই কি প্রশ্ন তৈরি হয় !

এভারেস্ট

এভারেস্টের চূড়ায় উঠে একজন আরোহী কী পায় !

বিষয়হীনতা

বিষয়ের বিষয়হীনতা এতো ব্যাপক যে শুরু শেষ বোঝা দায় ।

দূরত্ব

সার্থকতা ও ব্যর্থতার মধ্যবর্তী দূরত্ব মাত্র কয়েক ইঞ্চির ।

সন্ধান

মানুষ আদতে একজন পথসন্ধানকারী মাত্র ।

অর্থ

জীবনের সব অর্থকে যোগবিয়োগে চিহ্নিত করা যায় না ।

পোশাক

পোশাকের মূল্যমান দিয়ে দুঃখ আড়াল অসম্ভব।


No comments: