প্রদীপ চক্রবর্তী
মায়ের যামিনী
এক •
পলাশের গুমলাশে মস্তানবিষাদ | নেশা : শখের বাজার
দুই •
পাখিদের ইস্পাত রঙ | কাঠামোটি বনের বর্ষা |
চন্দ্রমুখী পয়সায় পারি নি •••
তিন •
অদৃশ্য প্রসব হয় | ভার ভার ধান | সমস্তই মায়ের যামিনী •••
চার •
কিছু হেরে যাওয়া রঙ , জোনাকি | তাকে ছুঁতে গেলেই আঙুল রক্তাক্ত হয় •••
পাঁচ •
অ-শনাক্ত জলভাসি বাচ্চাটা | ছড়ানো হড়কায় বিশেষ ধাতুতে বাচ্চা হয়ে থাকে •••
ছয় •
নির্মোকের মতো রক্তে পড়ে থাকে তার গন্ধের সবুজ •••
সাত •
ছুরির ফলায় উঠছে গাছের বাড়ি , তার সবটাই বনসাই •••
আট •
ব্যথা কিছু রিফুকর্ম ••• মাঝে মাঝে প্রয়োজন হয়
নয় •
বিজুরি তুমি অন্য পায়েস দাও •••
দশ •
শূন্যতা এমন পুরোনো , যেখানে সিঁড়ির পাশে জেগে আছে একখানা স্টোভ •••

No comments:
Post a Comment