Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ ময়ূখ হালদার

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

ময়ূখ হালদার

খাণ্ডববন 

১] মোমবাতি চাঁদ

২] চেটেপুটে কলঙ্ক বেছে খেয়ে ফেলছি

৩] জ্যোৎস্না আর অন্ধকারের গা থেকে ছিঁড়ে নিচ্ছি পোশাক

৪] সকালের মুখরোচক নাস্তা হিসেবে

৫] নক্ষত্রদের বিষাদ লিখে রাখছি ধানখেতের পাতায়

৬] কুমিরের কান্নার ফাঁক দিয়ে দেখলাম

৭] আলজিভ ঠেলে বেরিয়ে আসা দু'মুখো সাপের

৮] জন্ম-বৃত্তান্ত গচ্ছিত আছে পাঁজরের ভেতর
 
৯] নির্বিষ ঢোঁড়ার ফোঁসকাহিনি

১০] দাউ দাউ দাবানল নির্বাচিত চুল্লির ভেতর অগ্নিদগ্ধ খাণ্ডববন

No comments: