Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ দিশারী মুখোপাধ্যায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||      

দিশারী মুখোপাধ্যায়

এক লাইনের কবিতা 

১)  কৃষকের পাদস্পর্শে পিচরাস্তা গর্ভবতী হলো

 ২) বিষ এবং অমৃত, একসঙ্গে মিশিয়ে খাওয়ার সাধ হয়েছে আমার 

৩) যার খোঁজে আমি রাস্তায় সে আমার বাড়িতে উদ্ভিদ

৪)  একটু আড়ালে রাখো, আমি তো পিঁঁপড়েদেরই একজন  

৫) আকাশে  উড়ছি,  আকাশ আমাকে পাচ্ছে না 

৬) আড়াল থেকে সে দেখছে আর আড়াল তাকে 

৭) আরাধ্যাকে প্রস্তাব দিয়েছি 

৮) মাটিতে বীজ ফেলেছি,  আকাশ এলো বলে 

৯) পায়ের তালুর স্বাদে মুগ্ধ আমি পিষ্ট হতে চাই 

১০)  মুগ্ধতা আজ প্রথম ক্লাস করবে তোর শরীরে 

১১) প্রাকশিত হয়ে আড়াল করো নগ্নতা 

No comments: