Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ অলোক বিশ্বাস

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    

অলোক বিশ্বাস

সংকট

মাকড়সার জালে ভরে যায় স্যানিটাইজার...

আনন্দ

আমাকে পরাবাস্তবিক ভাইরাস ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে...

আশীর্বাদ

রুদ্রপলাশের কাছে দাঁড়িয়ে প্রেমিক রুদ্রপলাশ হয়ে গেছে...

ঈশ্বরী

গভীর রাতে তোমার নাভিকুণ্ড থেকে ঝর্না নেমে আসে...

চিহ্ন

এমন একটা শব্দ খুঁজছি যার কয়েকশো অর্থ হতে পারে...

অনুভূতি

যদি আমার প্রেমিকার মুখের সৌন্দর্য প্রতিদিন বদলাতে পারতাম...

সম্ভাবনা

আমার লিঙ্গ থেকে একটি প্রজাপতি বেরিয়ে আকাশে উড়ে গেলো...

বৃত্তকথা

ভাইরাস জন্ম দিতে দিতে একই বৃত্তে ঘুরে বেড়াচ্ছে শাসকের প্রসূতিসদন...

প্রান্তিক

আমার লিঙ্গটি দুখানি শঙ্খলাগা সাপ হয়ে শূন্যে ওঠা-নামা করে...

প্রতিবাদ

একটি পাখি আমার সকল অভিধান ঝুলিয়ে রেখেছে গাছের ডালে...

প্রবাহ

ষাট পেরোনোর পর ভালোবাসা শব্দটার অর্থ সম্পূর্ণ বদলে যায়...

পরিবর্তন

একটি চায়ের দোকানে আমি শুধু মদ বিক্রি হতে দেখেছি...

শপথ

প্রতিদিন একটি শিশুর চোখের দিকে তাকিয়ে আমার জীবন শুরু করি...

নির্জনতা

খেজুর গাছের ঝুলন্ত হাঁড়ির ভিতরে সারাদিন আমি প্রেমালাপ করি...

হিরো

মাঝি বললো তাকে সুনামির ভয় দেখিয়ে লাভ নেই...

No comments: