Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ মধুমিতা রায় চৌধুরী মিত্র

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

মধুমিতা রায় চৌধুরী মিত্র

রঙ

সকল রঙে আমার মন রাঙিয়ে, পাহাড়ের বাঁকে বাঁকে সাঁঝ নামে!!

দুঃখ

ভিড়ের মাঝে ভীড়ে গিয়ে, দুঃখ গুলি যায় মিলিয়ে!!

খোঁজ

হাজার ভিড়ের মাঝে রোজ, তোমার আমি রাখি খোঁজ!!

অবসন্ন-ভালোবাসা

ভালোবাসা আজ ভালোবেসে ক্লান্ত, ভালোবাসা আজ ভীষণ অবসন্ন!!


অদৃশ্য

দিনের আলোর গভীরে আছে রাতের তারা গুলি লুকায়ে!!

মলিনতা

দোষ দোষারোপ গুলি ঢেকে যায়, আর্তনাদের কোলাহলে!!

চুপ কথা

কথা গুলি শুধুই হয়, কথা বন্ধ হওয়ার জন্য বোধহয়!!

ব্যর্থ পূজা

দেবত্ব তুমি পাওনি কখনো, আবেগের বশে পুঁজেছি তোমায় তখনো!

জীবনের মানে

জীবনের অর্থ কল্মিফুলেও বিরাজ করে, গোলাপ তো শুধু রঙ-গন্ধ বহন করে!!

ঠিকানা

বন-পাহাড়ির দেশে, যেথায় মেঘেরা এসে মেসে, রেখেছিল আমায় সেথায়, দারুন ভালোবেসে!!

No comments: