কুশল
মৈত্র
১ লাইনের কবিতা
১।
একটা চুম্বনই শরীরে ভূকম্পন আগ্নেয়গিরির প্রস্রবণ আনে।
২৷
সময়ের অনুপম চেয়ে রয়েছে বিকেলজুড়ে স্মৃতির কান্নায়৷
৩৷
তোমার চলে যাওয়াটা কবরে শুয়ে থাকার অনুভূতি৷
৪৷
দিনান্ত ঝুলতে থাকে স্বপ্নমাখা বেহালা বারান্দায়৷
৫।
মৌ নামটায় ভালোবাসা দহন শরীরী অগ্ন্যুৎপাত বয়ে চলে।
৬।
মৃত মানুষটি প্রশংসা-দুঃখে কাতর হয়ে রয়েছে শব হয়ে।
৭।
প্রতিটি লাশের মধ্যে ধরা আছে কবিতা-কাহিনি৷
৮।
পারলে খুন করে দাও আমায় কিন্তু করুণা করো না।
৯।
স্মৃতির দেয়ালে রাখা আছে তোমার ঠোঁটের রাতলেখা উষ্ণতা।
১০।
বিকেল এলেই তোমার কথারা ভিড় করে জীবন্ত ধমনী ছুটে বেড়ায়।

No comments:
Post a Comment