Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ শঙ্খসাথি

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

শঙ্খসাথি

শীতের ক্যালেন্ডার
       
(১)
আপাতত কুয়াশার ক্যানভাসে আঁকি ভালোবাসা
(২)
অপেক্ষার শেষে আলো হয়ে ওঠে সূর্যমুখী 
(৩)
রোদেলা সকালে শীতলপাটি বিছিয়ে বসে নামতার সারি
(৪)
ইস্টিশানে এসে পৌঁছেছে অনিচ্ছুক রেলগাড়ি
(৫)
আকাশের ঘন নীলে বিষাক্ত নেশার ষড়যন্ত্র 
(৬)
ফায়ারপ্লেসে ছাই হয় চিঠি, থাকে কিছু অশ্রুর দাগ 
(৭)
গুড়ের পায়েসের স্বাদে মৃত মাকে মনে পড়ে হঠাৎ 
(৮)
শালমুড়ি দিয়ে অতীতের উষ্ণতম দিন খোঁজে বন্ধ্যা ধানক্ষেত
(৯)
বড় দীর্ঘ রাত জানে বিরহের ডাকনাম 'শীত' 
(১০)
বিষেভরা কর্কটরোগ পাইনের বনে হারিয়েছে রিটার্ন টিকিট

1 comment:

Debjani Basu said...

সব কটি লাইন দুর্দান্ত হয়েছে।