শ্রীপর্ণা গঙ্গোপাধ্যায়
স্বগতোক্তি
১. মনকেমন গাঢ় হলে কার্নিশে এসে বসে ধূসর পাখিটি।
২. আলোকিত অক্ষরের পাশে দীর্ঘশ্বাস হয়ে বহুদিন ছেদচিহ্ন দাঁড়িয়েছে এসে।
৩ .পাখির পালক জানে ঘরে ফেরার গান।
৪. তুমিও বোধহয় ঠিক বুঝতে পারোনি দেহজুড়ে ভরপুর মাটি, মন জুড়ে অবুঝ তরণী
৫ . তোমার দু চোখ ডেকে নিলে শেষ হয় একটি বিরহ।
৬. তোমার আমার বিশ্বাসের মাঝে রাখা আছে একখানি দীর্ঘ চুম্বন।
৭. পক্ষীরাজ ডানা ফেলে গেছে শালবনে, চলো তার পালক কুড়োই।
৮. পাহাড়চূড়োর দিকে উড়ে গেছে আলোর পাখিটি।
৯. প্রতিটি সভার শেষে মানুষ একলা হয় আরো।
১০.সব পথই মাঝপথে রেখে বেঁকে যায়।
১. মনকেমন গাঢ় হলে কার্নিশে এসে বসে ধূসর পাখিটি।
২. আলোকিত অক্ষরের পাশে দীর্ঘশ্বাস হয়ে বহুদিন ছেদচিহ্ন দাঁড়িয়েছে এসে।
৩ .পাখির পালক জানে ঘরে ফেরার গান।
৪. তুমিও বোধহয় ঠিক বুঝতে পারোনি দেহজুড়ে ভরপুর মাটি, মন জুড়ে অবুঝ তরণী
৫ . তোমার দু চোখ ডেকে নিলে শেষ হয় একটি বিরহ।
৬. তোমার আমার বিশ্বাসের মাঝে রাখা আছে একখানি দীর্ঘ চুম্বন।
৭. পক্ষীরাজ ডানা ফেলে গেছে শালবনে, চলো তার পালক কুড়োই।
৮. পাহাড়চূড়োর দিকে উড়ে গেছে আলোর পাখিটি।
৯. প্রতিটি সভার শেষে মানুষ একলা হয় আরো।
১০.সব পথই মাঝপথে রেখে বেঁকে যায়।

3 comments:
শ্রীপর্ণার আলোর পাখির গতি আইনস্টাইন ও মাপতে পারবেন না।
ভালো। চার আর নয় খুব ভালো।
এক লাইনের কবিতায় পূর্ণতার আস্বাদন পাওয়ার চকিত চমক রয়েছে দশটি কবিতাতেই। তবু তারই মধ্যে চার, পাঁচ,নয় ও দশ সংখ্যক কবিতাগুলি মন ভরায়। বিশেষত, 'সব পথই মাঝপথে রেখে বেঁকে যায়'-এর গভীরতা বেশ অর্থবহ।সিরিজের 'স্বগতোক্তি' নামটিও চমত্কার!
Post a Comment