Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ তমাল মুখোপাধ্যায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||       

তমাল মুখোপাধ্যায়

দশ অবগুণ্ঠন 

বোতলের ক্যারিয়ারে জল অথবা দুধের স্বপ্ন কিছু নেই। 

মাথার সাইজের থেকে বড় টুপি স্বপ্ন ঢেকে দিচ্ছে। 

শীতের চাদরে ওম নেই - আসলে তো কুয়াশা মাখানো জিজ্ঞাসা।

ওষুধের পথ্যের সম্পর্ক  ব্যস্তানুপাতিক, বিবশ।

আগুনটা একটু উসকে  দেখা দরকার বড় হাঁড়ি চাপানো যায় কিনা?

গানের আসরে অনুপস্থিতি আরও পঙ্গু করে চিন্তার বিস্তার 

যাদের না লিখে নিস্তার নেই তারা এক একটা অতিরিক্ত জিন বিশিষ্ট 

ধার করা গাড়িতে চেপে গন্তব্যে পৌঁছানো সহজ কথা নয় 

লুকোনো  বাতাসগুলো খুঁজছি কার্বনডাইঅক্সাইড চিনবো বলেই

১০
চা-এ প্রথম চুমুক দিতেই গম্বুজের মাথায় টিপ এঁকে দিল দিবাকর।
 

1 comment:

Robin Basu said...

সুন্দর, অভিনন্দন জানাই