বিশ্বজিৎ দাস
কুকুরের জন্য প্রশ্নাবলী
১.
লালার ভিতরে থাকে শিকারের টোপ?
২.
দুপাশে নির্মিত দাঁত আদরের ছাপ?
৩.
লোমের দুরূহ গাঙে সোহাগের তিল?
৪.
প্রভুর ঘুমের কাছে ঈর্ষা কি ঘুমায়?
৫.
মাংসের দুলুনিতে রক্তের ঝুল নামে?
৬.
আরাধ্য দেবতা নও যে আয়নাকুকুর দেখো প্রয়াত ছায়ায়?
৭.
কুকুরের প্রাইভেসি নিয়ে আমার কি প্রশ্ন করা ঠিক হবে?
৮.
জন্মের নখওয়ালাচোখে সোহাগ করো বড় বেশি আজকাল?
৯.
নির্লজ্জকরণ শুরু হলে, পূর্বপুরুষের ঘুম ভাঙে স্বাদ?
১০.
পোশাকের খুব কাছে শুয়ে থাকে আমাদের বিশিষ্ট কুকুর?
১.
লালার ভিতরে থাকে শিকারের টোপ?
২.
দুপাশে নির্মিত দাঁত আদরের ছাপ?
৩.
লোমের দুরূহ গাঙে সোহাগের তিল?
৪.
প্রভুর ঘুমের কাছে ঈর্ষা কি ঘুমায়?
৫.
মাংসের দুলুনিতে রক্তের ঝুল নামে?
৬.
আরাধ্য দেবতা নও যে আয়নাকুকুর দেখো প্রয়াত ছায়ায়?
৭.
কুকুরের প্রাইভেসি নিয়ে আমার কি প্রশ্ন করা ঠিক হবে?
৮.
জন্মের নখওয়ালাচোখে সোহাগ করো বড় বেশি আজকাল?
৯.
নির্লজ্জকরণ শুরু হলে, পূর্বপুরুষের ঘুম ভাঙে স্বাদ?
১০.
পোশাকের খুব কাছে শুয়ে থাকে আমাদের বিশিষ্ট কুকুর?

2 comments:
খুব ভালো লাগল, বিশ্বজিৎ
খুব ভালো
Post a Comment