হাতচিঠি
১.
ছাপ
অজান্তেই নরম গালের ছবিতে চায়ের কাপ রাখলে চুপচাপ চুমুছাপ চুমুছাপ মনে পড়ে...
২.
খারাপ অভ্যেস
সময়ে-অসময়ে তোর চিন্তায় বাড়ে, খারাপ অভ্যেস..
৩.
ভাবনা
গা উত্তাপ মাখলে,কিংবা জ্বর এলে, তোকে ভাবি, স্বপ্নের জলপ্রপাতে...
৪.
সার্বভোমৌশ্বরী
হবি,সার্বভৌমেশ্বরী!
তোর জিনসের পকেটেই নাহয় থাকবে চাবিকাঠি...
৫.
বালিশ
পাশের মাথার বালিস হাঁ করে আছে, তোর মাথা শান্তিতে খাবে বলে...
৬.
দোষ
জানিসই তো দোষ নেই, ফিরির চাল চাই না,পঞ্চাশের আলুও হোস না...
৭.
নাটক
যে নাটক লেখা হলো না তারই নায়িকা চরিত্রে তোকে ভেবে দিন-রাত নায়ক কিংবা ভিলেন হয়ে মরি...
৮.
শুধু তুই
চারপাশে এতএত সেলফি, স্ট্যাটাশে-স্ট্যাটাশে ঝিনচ্যাক ছবি,এতসব দেখেও,শুধু তোকেই ভাবি...
৯.
প্রিয় ঘাতক
বুকের ওপর বসে প্রিয় ঘাতক হয়ে হাসতে হাসতে লুকোনো ছুরি আমূল গেঁথে দিবি...
১০.
অব্যক্ত
মেসেঞ্জারের ইনবক্স হোয়াটসঅ্যাপ দ্যাখ- সব খবর, কথা,ব্যথা, অব্যক্ত অক্ষরহীন...

1 comment:
ধন্যবাদ
Post a Comment