কল্যাণ চট্টোপাধ্যায়
পরমাত্মা
১.পাখি ও ফুলের কাছে ফিরে যেতে চাই
২. বিরহ একটি নদীর নাম, তাই স্রোত আছে
৩. ভালোবাসা স্থির, উৎস ও মোহনাময়
৪. সময়ের সাধ্য নেই প্রেমকে ধরে রাখে
৫. উষ্ণতার গভীর ক্রমশই হিমশীতল
৬. ছোঁয়া ক্ষণিকমাত্র, সরে থাকা অনন্ত
৭. দেখা না হওয়াই দেখাকে স্থিতি দেয়
৮. নৈঃশব্দের ভেতর থাকে বিগত শব্দরা
৯. আপডেট ব্রহ্মাণ্ডেও ঋষি প্রজাপতি
১০. বোবার চিৎকারেই প্রকৃতি প্রকাশিত

1 comment:
জীবন নিজে কিছু কথা বলে তার ধারককে, মন্ত্রের মতো সেসব কথা খুব সত্য আর পবিত্র।
Post a Comment