Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ পিয়ালী চক্রবর্তী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

পিয়ালী চক্রবর্তী 

১) বিচরণ
অনন্তের মাঝে অন্তঃসারশূন্য আত্মাদের ভীড়ে মোর বিচরণ ।

২) সে কে?
চন্দ্রের ন্যায় মুখখানি দুহাতের তালুবন্দী, হৃদয় জানে সে আমার নয় ।

৩) হৃদয়
ব্যথাতুর হৃদয় কবির জন্ম দেয়, কখনো প্রেমিকেরও ।

৪) সৃপ্ত
বন্ধ দুয়ার পরে আলোকের উদ্ভাসে পরমাত্মায় বিলীন ।

৫) প্রতিফলন
তার বক্ষে প্রতিটা শ্বাসের ওঠানামায় এ কার প্রতিচ্ছবি !

৬) ধৈর্য্য
সৌরের প্রজ্বলনে সহিষ্ণুতা ব্যস্তানুপাতিক ।

৭) সমাগত
হাজার নক্ষত্রের ভীড়ে খুঁজে ফিরি সেই মুখ ।

৮) বর্ষণ
এক আকাশ মেঘ বুকে জমা, বারিধারার প্রত্যাশায় ।

৯) অনুভব
স্পর্শে হৃদকল্লোল শান্ত, সে হরিণী দুর্দান্ত ।

১০) স্পর্ধিতা
স্পর্ধা তার প্রতিভাত, শিরোভূষণরূপে সজ্জিত ।

17 comments:

Ami Piyali Chakravorty (Wonderr) said...

অনেক ধন্যবাদ ।

Black Panther (জিৎ) said...

অসাধারণ হয়েছে। অপূর্ব। দারুন ভালো লাগলো।

Unknown said...

এক কথায় অসাধারণ হয়েছে। দারুণ লিখেছেন কবি������

Unknown said...

এক কথায় অসাধারণ হয়েছে। দারুণ লিখেছেন কবি������

Ami Piyali Chakravorty (Wonderr) said...

অনেক ধন্যবাদ সবাইকে ।

অগ্নিমিত্রা বসুরায় said...

ভাষায় প্রকাশহীন সুন্দর কবিতার সমাহার💗💗💗💗💗অতুলনীয়....

Ami Piyali Chakravorty (Wonderr) said...

অনেক ধন্যবাদ অগ্নিমিত্রা ❤️🍫

Ankita_anku said...

দারুন 👌👌👌👌 খুব সুন্দর হয়েছে😍😍❤❤😘😘

Unknown said...

Bah.darun

Iru said...

চমৎকার 👌👌👌👌💐💐💐💐

Ami Piyali Chakravorty (Wonderr) said...

অনেক ধন্যবাদ সবাইকে 😁😁😁😁

আরাধনা জানা said...

Excellent

Ami Piyali Chakravorty (Wonderr) said...

অনেক ধন্যবাদ সবাইকে ।

Unknown said...

বাহ দারুন লাগলো

Ami Piyali Chakravorty (Wonderr) said...

অনেক ধন্যবাদ ।

Soma Dey said...

দারুণ লিখেছো। 👌👌👌👌👌

Ami Piyali Chakravorty (Wonderr) said...

অনেক ধন্যবাদ ।