Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ শ্রাবণী গুপ্ত

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    

শ্রাবণী গুপ্ত

১. প্রেম

অথচ দুঃখ পাওয়ার মতো তখনও তার বয়স হয়নি|

২. প্রেমিক

পর্ণমোচী বৃক্ষের নীচে দাঁড়িয়ে যে চিরহরিৎ-এর স্বপ্ন দ্যাখে|

৩. প্রেমিকা

কতদিন ভেবেছি ভালবেসে নদী হয়ে যাই|

৪. প্রেমিককে

যদি পারো গান হও বিরহী দুপুরে|

৫. প্রেমিকাকে

সুন্দর দেখলে আমার শব্দেরা নদী হয়ে যায়|

৬.বিচ্ছেদ

এরপর ফিরে গেলে দেখা হবে, কথা হবে না|

৭. নেশা

ভাতেরও আশ্চর্য এক মাদকতা আছে|

৮. দাম্পত্য

অথচ আজও তারা একা|

৯. পরকীয়া

বলো শরীর, বলো পরকীয়া উষ্ণতম সেতু|

১০. ক্ষমা

হে বিবিধ চিৎকার, আমাকে মৌণ হতে শেখাও|

3 comments:

Niloy Nandi said...

১,২,৬,৭,৯,১০ অপূর্ব। শুভেচ্ছা।

Haradhan Chowdhury said...

সব ক'টি সুন্দর কবিতা। নতুন বছরে প্রবেশের প্রেরণা

সুব্রত নন্দী said...

গভীর শব্দ চয়নে অপূর্ব