শীলা বিশ্বাস
দশ - এ দিক
১) প্রেমের গুপ্তচর হৃৎপিণ্ডে হুইসেল বাজায় অসময়ে
২) জীবনের শূন্যতায় আগে পরে কোনও দশমিক নেই
৩) রুমাল বোঝে না চোখ মুছলে কান্না থেকে যায়
৪) মিজরাবও জানে না সুর ও তার কে কাকে বাজায়
৫) তোমাকে পথ দেখায় যে তাকেই তুমি অন্ধ করো !
৬) বালিশের ভাঁজে লুকানো কান্না শুষে নেয় শরীরি উপাসনা
৭) রতিভঙ্গি ভেঙে শীত নামলে জড়ো হয় বসন্ত আর মালতী
৮) মোম সন্ধ্যার কাছে গলে ঢলে পড়ে প্রেম নরম উষ্ণতায়
৯) মান অভিমান পোঁটলায় বেঁধে শীত বিকেলের গায়ে হলুদ
১০) সাবান পরীদের গালে গ্লিসারিন চুমু আঁকে স্বর ভাঙা কিশোর

3 comments:
২ ৩ ৬ ৭ ৮
বেশ মনে ধরল ।
২ ৩ ৬ ৭ ৮
বেশ মনে ধরল ।
ধন্যবাদ দাদা । ভালো থাকবেন । নববর্ষের শুভেচ্ছা জানাই।
Post a Comment