Thursday, December 24, 2020

তাস কবিতা-র ফর্ম :: অনিন্দ্য রায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||

আজকের তাস কবিতা-র ফর্ম নিয়ে আবার এই বিশেষ সংখ্যা প্রকাশ করছি সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন থেকে, কারণ এই সংখ্যায় প্রকাশিত ফর্ম নিয়ে আগামী জানুয়ারি (২০২১) মাসে একটি বিশেষ সংখ্যা প্রকাশ করবো।তাই সকলে পড়তে থাকুন, আর লিখতে থাকুন।

তাসকবিতা অনিন্দ্য রায়

তিনটি তাসের খেলা, তিনতাস, তিনপাত্তি

 

মুখোমুখি দুজন, বেটে নেওয়ার পর প্রত্যেকের হাতে তিনটি করে তাস

প্রথমজন একটি তাস ফেলে, উত্তরে বিপক্ষ একটি

আবার প্রথমজন একটি, বিপক্ষ একটি

আবার প্রথমজন একটি, বিপক্ষ শেষেরটি

দুজনের তাসের মান অনুসারে ফলাফল

 

এই তো খেলা

 

আর এভাবেই তাসের কবিতা, তিনপাত্তি

কবি একটি পঙ্ক্তি লেখেন

পরের পঙ্ক্তি লেখেন প্রথমটির বিপরীত ভাবনায়।

দুটি পঙ্ক্তি মিলে একটি স্তবক

প্রথম পঙ্ক্তি হতে পারে কোনও প্রশ্ন, দ্বিতীয়টি তার উত্তর

আবার প্রথমটিতে কোনও প্রস্তাব, দ্বিতীয়টিতে তার প্রতিক্রিয়া এইভাবে থিসিস-অ্যান্টিথিসিস, ভাবনা-প্রতিভাবনা, দৃশ্য-বিম্ব এইরকম বৈপরীত্যে লিখিত হবে পঙ্ক্তিদুটি।

একই নিয়মে আরও দুটি স্তবক।

 

তিনপাত্তি:

মোট ৬ লাইনের, ৩ স্তবকের কবিতা

লাইনগুলির শব্দসংখ্যা তেরো বা তেরোর কম হবে 

অন্ত্যমিল থাকতে পারে, না থাকতেও পারে। 

শিরোনাম থাকবে, যা হবে ভাবনাদুটির সিনথেসিস।

No comments: