Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ হারাধন চৌধুরী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

হারাধন চৌধুরী

বাতাসের দশচক্র

 

বাতাসের তেঁতুলপাতায় আমাদের নয় সুজনের আরাম কেদারা

বাতাসের একটা ঘরেই আমাদের সকলের সহস্র বছরের বসবাস  

৩ 

মৃত্যুর বড় মূলধন আমাদের নেই, বাতাসে ছড়িয়ে দিই অতএব

৪ 

অরিজিনাল মুখেই ঝুলিয়ে রাখি হাসির মুখোশ, মুক্ত বাতাস মতন

ভিতর থেকে ফোকলা দাঁতের হাসির সত্যাসত্য বাতাস শুধু জানে

দ্বন্দ্ব থেকে বহুব্রীহিতে গতায়াতের ম্যাজিক টাচ ছিল বাতাসে

বাতাসের বুকে কান পাতি যেই তোমার নরমে উষ্ণ হই

ছাপার অক্ষরগুলি বাতাস সাঁতরে এসে শ্রেষ্ঠতার মুকুট তুলে ধরে

৯ 

কোলাহলের আড়ালে আমি নির্জনতম হয়ে যাই বাতাসি রঙে

১০

ভালোবাসার ভাগ দেয়া নিয়ে সংশয় থাকবে, তবে প্রিয় বাতাসের ভাগ হবে না

2 comments:

Unknown said...

এ লেখার আবেদন মননের কাছে। । এইযে একটিমাত্র লাইনে , কয়েকটি শব্দে বলে ফেলা, এ অপূর্ব।

Unknown said...

এ লেখার আবেদন মননের কাছে। । এইযে একটিমাত্র লাইনে , কয়েকটি শব্দে বলে ফেলা, এ অপূর্ব।