জয়ীতা ব্যানার্জী
মা
যে নক্ষত্র নেই তার আলো এসে পৃথিবীতে পড়ে
নব্বই
শরিকি ছাদের নিচে পৃথক পৃথক স্নানাগার গড়ে ওঠা দিন
আকাশ
অসহ নীলিমা, আর নৌকাডুবির চরিত্রে একাদশী চাঁদ ঝুলে আছে
বিপ্লব
আত্মদৃশ্য থেকে দূরে তুমি জেগে ওঠো ভোর হবে বলে
পরিহাস
অপর চুম্বনদৃশ্যে নিজেকে যখন দেখি, অধিক সুযোগ্য মনে হয়
পোষ্য
বিশ্বাসযোগ্যতা দেব তোমাকে, এবং তুমি পাপোষের উপরে শুয়ে অতিথিকে স্বাগত জানাবে
কবিতা
আত্মপক্ষ সমর্থনবোধে টের পাই তুমি আছ
চিলেকোঠা
ছিটেফোঁটা বৃষ্টির পর হালকা হাওয়ায় দোলা বাগানবিলাস
কৈশোর
সিঁড়িঘর ফাঁকা পেয়ে বিকেল বসেছে এসে ছেলেটির ভেজা আস্তিনে
সুর
কলতলায় বাসনের স্তুপ আর টিনের চাল বেয়ে জল গড়িয়ে নামছে

1 comment:
অনবদ্য। ভীষণ পরিনত।
Post a Comment