চিত্তরঞ্জন দাশগুপ্ত সংখ্যা
মন্দিরা ঘোষ
মুক্ত গদ্য~তুমিকথার বিকেল
আবার তুমিকথার মেঘ ফেরত এনেছে সবুজ পাখনার মফস্বল।
ঘুমপাখিরা মহাকালের পোশাক ছেড়ে উঠে এসেছে রংচটা জমির আসরে।
আশ্বিনের আকাশ রোদ কুড়িয়ে আবার স্বাবলম্বী।
বোধনের রং চুরি করে লুকিয়ে রাখছে শিউলি কাশ আর আলতাপাখির ডানা।
নিষ্ঠার গায়ে বিষাদলিপিরা ফুটিয়ে তুলছে সমারোহ।
প্রদীপের আড়ালে আজও দায়বদ্ধ প্রথার বানান।ভাঙা দেওয়ালের অন্ধকারে বাতিল গল্পের খাতা ভরিয়ে ফেলছে প্রাচীন বাদুড়ের দল। স্বীকারোক্তির ভোর হিসেব চুকিয়ে সকাল মেলছে শিশিরমন্ত্রে।
শরত তবু আলোর গল্প বয়ে আনে। ঠোঁটে ঠোঁটে মিশুক আদর নিয়ে উড়ে যায় কাশফুলবিকেল।মেঠোঘামের নদীতে শালুকের আশনাই।
ঝিনুকবিলাসী চোখে এখনো মোহরের ঘুম।ঠোঁটে চোখে মুদ্রার কাচ।
মোমের শিখাজ্বরে রাতের রংমশাল।
এখনো আগমনীরোদে লাজুক বুকের ঢাল। তিল তিল বৃষ্টিফুলে ভরে ওঠে নদীর পাড়।সন্ধের পয়ারে উসখুস কিশোরীফুল।
কেন যে আবার সকাল!
কেন যে মগ্ন দুপুর গড়িয়ে গেলে একইভাবে বিকেল ফুরোয়!
সন্ধের আলোছায়ায় সদ্য নাবালক রাত যুবক হয়ে উঠলে আনচান হয় ভোরের পদ্মকুসুমে!
একইভাবে ফিরে ফিরে আসে বর্ষা শরত হেমন্ত এই অবেলার ঘামে!কেন যে আবার রাঙা ঠোঁটে ডেকে ওঠে কার্ণিশের পড়ন্ত রোদ! কেন যে আবার!

1 comment:
সুন্দর লেখা
Post a Comment