চিত্তরঞ্জন দাশগুপ্ত সংখ্যা
ময়ূখ হালদার
অপেক্ষা
প্রিয় মাটির জন্য অপেক্ষারত, ক্লান্ত...
লাইটহাউসের মাথায় অন্ধকার আলো।
জেগে আছি, নাকি ঘুমিয়ে পড়েছি-
বুঝতে পারছি না!
শিস দিতে দিতে একটা রেখা উঠে গেল অনামিকার পাঁচিল বেয়ে।
ডেকের ওপর সদ্য গজিয়ে ওঠা নক্ষত্র,
উৎসব করছে কানামাছির দল
আর
আমি দেখছি-
বন্দরে ফিরতে চাওয়া নাবিক
ক্রমশ মিশে যাচ্ছে নীল, গভীর নীলে...

No comments:
Post a Comment