Wednesday, October 14, 2020

≈ চারণকবি বৈদ্যনাথ সংখ্যা ≈ অনিন্দ্য রায় ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
চারণকবি বৈদ্যনাথ সংখ্যা
অনিন্দ্য রায়


সামাজিকতার জল

যদি ভাবো আত্মীয়তা, পাশে পুষ্করিণী
ঘাটে বাসি নিশ্বাসের স্তূপ
প্রেম সতত সাবান ভেবে নিশ্চিন্ত হয়েছি
তবু প্রতিটি ডুবের মধ্যে, আছাড়ের যৌন হতাশায়
নিষ্ঠুরতা গোল হয়ে
সামাজিকতার জলে ছড়িয়ে পড়েছে
একদা বাঘের মুখে যে হাড় ফুটেছে তা-ই সফলতা
সাদা-ফ্রক বক আজও নিজেকে চরিত্র ভেবে অপেক্ষা করছে
ওকে বোলো, ঘাড়ে কামড়ের অর্থ
এতদিনে আর শারীরিক নয়
সম্ভাবনাদের দেখি, অধস্তন, দু পা অসমান
কচুপাতাদের ঝোপে পরমার্থ কড়ি দেখি মাটিতে উপুড়
আর অযুত শিশিরফোঁটা
পড়ে পড়ে তার গায়ে প্রকোষ্ঠ বানাল
আলো দিয়ে সাফ করি গন্ধেশ্বরীর কিনারা
আঁধারের শীর্ণ ছিপ আবহসংগীতে বাজে সপাং সপাং
সরল পদ্মের ডাঁটি, জল তাকে কৌণিকতা দেয়
ওপরে যা কুঁড়ি ফুটছে, একাদিক্রমে, তা কি কেবল প্রতীকী?
ভ্রমরেরা কালো ও চঞ্চল, আমার প্রবৃত্তি নিয়ে
হ্যাংলামি করে
মহিমাচক্রের তুমি, মধুকে আঠার মতো
চিটিয়ে রেখেছ সুখ কোষসমবায়ে


No comments: